বিএনপির ক্ষমতা লন্ডনে না ঢাকায় : হাছান মাহমুদের প্রশ্ন

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ প্রশ্ন করেছেন, ‘বিএনপির ক্ষমতা কোথায়- লন্ডনে না ঢাকায়?’

 

সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালবিরোধী মানববন্ধন ও সমাবেশে তিনি এ প্রশ্ন রাখেন।

 

প্রাক্তন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘হরতালের নামে বিভিন্ন জায়গায় নাকি তারেক জিয়া গ্রুপ ও খালেদা জিয়া গ্রুপ মারামারি করে। বিএনপিতে নাকি তারেক জিয়া গ্রুপ এবং খালেদা জিয়া গ্রুপ এখন সক্রিয়।’

 

তিনি বলেন, ‘গতকাল ও বৃহস্পতিবার হরতাল ডেকেছিল জামায়াতে ইসলামী। আর তাদের হরতালের সঙ্গে সামঞ্জস্য রেখে, সঙ্গতি রেখে এবং ধারবাহিকতা রেখে আজকে হরতাল ডেকেছে খালেদা জিয়া।’

 

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘যেদিন ষোড়শ সংশোধনী সংসদে উঠল, পাস হল, সেদিন হরতাল দিলেন না, আর যেদিন জামায়াতের হরতাল শেষ, সেদিন হরতাল দিলেন। আবার কেন হরতাল দিলেন? জঙ্গিবাদের রাজনীতি, পে্ট্রোল বোমার রাজনীতি ও ধ্বংসাত্মক রাজনীতি করার জন্য, নাকি জঙ্গিগোষ্ঠী ও জামায়াতে ইসলামীকে সন্তুষ্ট করার জন্য, নাকি ২০ দলীয় জোটের ভাঙন ঠেকাতে, নাকি বিএনপির ভাঙন ঠেকাতে?’

 

বিএনপিতে এখন ভাঙ্গনের সুর শোনা যাচ্ছে উল্লেখ করে দলটির উদ্দেশে তিনি বলেন, ‘যখন দেখলেন রাজপথ জামায়াতের দখলে চলে যাচ্ছে, তখন তাদেরকে খুশি করার জন্য হরতাল ডেকেছেন।’

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির চেয়ারপারসনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজকে তিনি হচ্ছেন- পেট্রোল বোমার নেত্রী, সন্ত্রাসের নেত্রী এবং যুদ্ধাপরাধীদের নেত্রী। আর এখন বাংলার মানুষের দাবি, এই অশান্তি বেগমকে গ্রেফতার করতে হবে।’

 

সন্মিলিত আওয়ামী লীগ সমর্থক জোটের চেয়ারম্যান ও ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক জামালউদ্দিন।



মন্তব্য চালু নেই