বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে ছাত্রদলকে ছাত্রলীগের আমন্ত্রণ

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে ছাত্র সমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ। এ উপলক্ষে ছাত্রদলের নেতাকর্মীদের আমন্ত্রণ জানিয়েছে তারা।

রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার বিকেলে ছাত্রলীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে এ আমন্ত্রণপত্র পৌঁছে দেয়।

আমন্ত্রণপত্রে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মহিদুল হাসান হিরু ও সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজসহ সংগঠনের নেতাকর্মীদের ছাত্র সমাবেশে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়।

নয়াপল্টনে আমন্ত্রণ পত্র নিয়ে যান ছাত্রলীগের সহসভাপতি ইমাউল হক সরকার, জয়দেব নন্দী ও মহিউদ্দিন মাহী এবং যুগ্ম সম্পাদক আবদুর রহমান ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান।

এসময় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আকরামুল হাসান ও দপ্তর সম্পাদক নাজমুল হাসান আমন্ত্রণপত্র গ্রহণ করেন।

নাজমুল বলেন, ‘নয়পল্টন কেন্দ্রীয় কার‌্যালয়ে ছাত্রলীগ নেতাদের হঠাৎ আগমন এবং ছাত্র সমাবেশে যোগদানের আমন্ত্রণ জানানোয় আমরা কিছুটা বিস্মিত হলেও তাদের আগমনকে আমরা স্বাগত জানিয়েছি। সমাবেশে যোগদানের বিষয়টি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হবে।’



মন্তব্য চালু নেই