বিএনপির কমিটিতে ‘জামায়াত সম্পৃক্তরা’ : কামরুল

ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটিতে বিএনপি ঘরানার নেতাদের বাদে নিয়ে জামায়াতের সঙ্গে সম্পৃক্ত নেতাদের জায়গা দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

রাজনীতি নয় মানবহত্যার জন্য এ কমিটিতে তাদের রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে রোববার মুজিব সেনা ঐক্যজোট আয়োজিত ‘বিশাল সমুদ্র বিজয় ও গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে’ এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলটির সিনিয়র ভাইস চেয়াম্যান তারেক জিয়াকে উদ্দেশ করে এই মন্ত্রী বলেন- ‘দেশের ভবিষ্যতকে নষ্ট করার ষড়যন্ত্র করতে মা ও পলাতক ছেলে ওমরা হজের নামে মিলিত হয়েছে।’

ঈদের পর কী হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন- ‘আন্দোলন করার মতো সাংগঠনিক অবস্থা বিএনপির নেই। কারণ, ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি না যাওয়ায় তাদের কর্মীরা নেতাদের উপর ক্ষুব্ধ।’

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি গাজায় ইসরায়েলি হামলার কোনো প্রতিবাদ করছে না। কারণ তারা ইসরায়েলের পক্ষের শক্তির টাকায় চলে। তাই তারা মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নিরব।’

‘বিএনপি কোনো সফলতাকে সফলতা হিসেবে দেখতে চায় না, এটা তাদের অভ্যাস’- এমন অভিযোগ করে কামরুল আরও বলেন- ‘আমাদের সমুদ্রসীমা থেকে কেউ সম্পদ আহরণ করতে পারবে না। এরমধ্যে দিয়ে বাংলাদেশ সমৃদ্ধির দেশে পরিণত হবে। নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফিরে এসেছে। এ পরিবেশ কেউ নষ্ট করতে পারবে না।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক এম এ করিম প্রমুখ।



মন্তব্য চালু নেই