বিএনপির আন্দোলন কখনো সফল হবে না

বিএনপির আন্দোলন নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গত পাঁচ বছর ধরে জনবিছিন্ন আন্দোলন করে বিএনপি কখনো সফলতার মুখ দেখেনি, ভবিষ্যতেও সফল হবে না। তাদের আন্দোলন এখন প্রেস রিলিজ ও ভাষণের মধ্যে সীমাবদ্ধ। তাদের আন্দোলনের ডাকে জনগণ সাড়া দেবে না।’
বুধবার সকালে হাটহাজারীর বালুছড়া এলাকায় বিআরটিএ চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ নির্ধারিত সময় ডিসেম্বরের মধ্যে শেষ হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘ডিসেম্বরের মধ্যে মহাসড়কের সব বাইপাস সড়কের কাজ শেষ হবে। চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াত করা যাবে।’
সিএনজিচালিত ট্যাক্সি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সিএসজি আনার জন্য হাজার হাজার আবেদন জমা পড়েছে। কিন্তু আমরা আপাতত কোনো সিএনজি আমদানির অনুমোদন দিচ্ছি না। এ ব্যাপারে প্রধানমন্ত্রীরও নিদের্শনা আছে। তাই আমরা পুরোনোগুলোকে শৃঙ্খলায় না এনে নতুন সিএনজির অনুমোদন দেবো না।’
চট্টগ্রাম মহানগরে বিলবোর্ড আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘আমি যখনই চট্টগ্রামে আসি, দেখি নতুন নতুন বিলবোর্ড উঠছে। পুরো শহরের সৌন্দর্য নষ্ট করে ফেলেছে। সিটি করপোরেশনের এক কর্মকর্তার নেতৃত্বে একটি সিন্ডিকেট বিলবোর্ড নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করছে।’
এরআগে সকালে বিআরটিএ কার্যালয়ে গিয়ে কর্মকর্তা-কর্মচারিদের কাজ পর্যবেক্ষণ করেন মন্ত্রী। তাদের বিভিন্ন বিষয়ে সর্তক করে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। কোনো ধরণের অন্যায় হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এরপর মন্ত্রী পার্বত্য খাগড়াছড়ির উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেন।



মন্তব্য চালু নেই