বিএনপির আন্দোলনের গাড়ি বিকল হয়ে গেছে : কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলনের গাড়ি এ যাত্রায় বিকল হয়ে গেছে।’

রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে নির্মাণাধীন উড়াল সেতু কাজের পরিদর্শন এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জিনিসপত্রের দাম, বিদ্যুৎ, রাস্তাঘাট মানুষের সহনীয় পর্যায়ে আছে। সুতরাং দেশে আন্দোলনের বস্তুগত কোনো পরিবেশ নেই।’

রোববার দুপুরে মন্ত্রী মহাসড়কের চারলেন প্রকল্পের অধীনে প্রায় আড়াইশ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন উড়াল সেতুর কাজের অগ্রগতির খোঁজ খবর নেন। ৩৪৪ মিটার দৈর্ঘ্য পদুয়ার বাজার রেলক্রসিং উড়াল সেতুটি নির্মাণ সম্পন্ন হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন প্রকল্পের কুমিল্লা অংশের পদুয়ার বাজার, মস্তাপুর, রাজাপুরা, সুয়াগাজি ও লালবাগে ৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে আরও ৫টি সড়ক সেতু নির্মাণ কাজ চলছে।

এ সময় হাইওয়ে পুলিশের পূর্বাঞ্চলীয় পুলিশ সুপার রেজাউল করিম, সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলীসহ কুমিল্লা সড়ক বিভাগ ও মহাসড়কের চারলেন প্রকল্পের বিভাগীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই