বিএনপিতে সরকারের এজেন্ট আছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বিএনপির মধ্যেও সরকারের এজেন্ট রয়েছে। তারা আন্দোলন সংগ্রামে নিজেদের গাঁ বাচিয়ে চলে। এদের চিহ্নিত করতে হবে।’

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি উত্তরা পশ্চিম থানা আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন গয়েশ্বর।

দলের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের অনেক নেতা আছেন যারা বিগত সময় পদ-পদবী পেয়ে অনেক অর্থ কামিয়েছেন। কিন্তু এখন আন্দোলনের ডাক আসলে ময়দানে খুঁজে পাওয়া যায় না। নেতাকর্মীদের সঙ্গে তাদের সম্পর্ক নেই।’

‘মামলা অনেক হয়েছে। এখন থেকে মামলা যদি খেতেই হয় সেটা যেন মিথ্যা প্রমাণিত না হয়। যেসব অভিযোগে মামলা হবে সেগুলোর অভিযোগ যেন সত্য প্রমাণিত হয়। সেজন্য রাজপথে নামুন, আন্দোলন করুন। দেখবেন এই সরকার ১৫ দিনও টিকবে না।’

‘আওয়ামী লীগে নেতাদের বক্তব্যে আমাদের আন্দোলনের কষ্টও কিছুটা কমেছে’ এমন মন্তব্য করে গয়েশ্বর বলেন, ‘বিদেশি কূটনীতিকদের নিয়ে আওয়ামী লীগের নেতারা যেভাবে বক্তব্য দিচ্ছেন তাতে আওয়ামী লীগের আয়ু এমনিতেই অনেক কমে গেছে।’

সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু বলেন, ‘আওয়ামী লীগের নেতারা পাগলের প্রলাপ বকছেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই ও রাষ্ট্রদূত মজিনা সম্পর্কে যে কটুক্তিকর বক্তব্য দিয়েছে এর মাধ্যমে তারা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে খাটো করেছেন। খালেদা জিয়া সম্পর্কে অশ্লীল মন্তব্য করে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইছেন।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন কমিটি না থাকায় আন্দোলন হচ্ছে না। কমিটি করতে না পারা আমাদের ব্যর্থতা। ভবিষ্যতে আরো সংগঠিত হয়ে
ঢাকায় সরকারবিরোধী আন্দোলনের দূর্গ গড়ে তোলা হবে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন উত্তরা পশ্চিম থানা বিএনপি সভাপতি এম কুদরত এ এলাহী লিটন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন।



মন্তব্য চালু নেই