বিএনপিতে ভাঙন প্রক্রিয়া শুরু হয়েছে

আওয়ামী লীগের প্রচার ও প্রকশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘খালেদা জিয়ার নেতাদের প্রতি আস্থা নেই। আর নেতাদেরও খালেদা জিয়ার প্রতি আস্থা নেই। এতেই প্রমাণিত হয়, বিএনপিতে ভাঙন প্রক্রিয়া শুরু হয়েছে।’

বুধবার দুপুরে শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘চলমান রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে তার বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত, বিএনপিতে ভাঙন প্রক্রিয়া শুরু হয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘বেগম খালেদা জিয়া শীর্ষ নেতাদের ওপর ক্ষোভ ঝেড়ে বলেছেন- আপনারা জিয়ার আদর্শে নেই। আপনারা শেখ হাসিনার আদর্শে চলে গেছেন। যান শেখ হাসিনার মন্ত্রী সভায় যোগ দেন। এতেই প্রমাণ হয়, খালেদা জিয়ার নেতাদের প্রতি আস্তা নেই। আর নেতাদেরও খালেদা জিয়ার প্রতি আস্তা নেই। এখন শুধু তৃণমূলেই নয়, শীর্ষ নেতাদের ওপরও খালেদা জিয়ার আস্তা নেই। এতেই প্রমাণিত হয়, বিএনপিতে ভাঙনের প্রক্রিয়া শুরু হয়েছে।’

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার বিদায় ঘণ্টা বেজে গেছে। তিনি পলিটিক্যাল একোমোডিশন ও পলিটিক্যাল কনসালটেশন চান না। পলিটিক্যাল একোমোডিশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান বলেই তিনি মন্ত্রী সভায় বিরোধী দলকে রেখেছেন। তাই দেশকে উচ্চতায় নিয়ে যেতে হলে পলিটিক্যাল একোমোডিশন দরকার। কিন্তু খালেদা জিয়ার তা নেই। তার আছে পলিটিক্যাল ডিনাই।’ অচিরেই খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় নিতে হবে বলেও যোগ করেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই