বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র সফল হবে না

গত বুধবার রাজধানীর বকশীবাজারে বিএনপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার পর নেত্রকোনা জেলার কলমাকান্দা ও দূর্গাপুর উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং দূর্গাপুর উপজেলা বিএনপির তিনজন নেতাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বর্তমান নিষ্ঠুর শাসকগোষ্ঠী বিরোধী দল, মত ও সমালোচনাকে সহ্য করতে পারছে না। এজন্য সরকার নানাবিধ সহিংসতার পাশাপাশি গ্রেপ্তার অভিযান চালিয়ে বিরোধী দলের অস্তিত্বকে শূন্য করে দেয়ার প্রক্রিয়া চালাচ্ছে।’

তিনি বলেন, ‘বর্তমান অবৈধ সরকার চাচ্ছে বিরোধীদলহীন একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা, যে রাষ্ট্রে শুধু আওয়ামী সরকারের গুণকীর্তন হবে, বহুদলীয় গণতন্ত্রের চর্চা নয়। এ উদ্দেশ্য সামনে নিয়েই আওয়ামী লীগ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন নিপীড়নসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে গ্রেপ্তার অভিযান চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল ঢাকার বকশীবাজারে বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের হামলার জের ধরে নেত্রকোনা জেলার কলমাকান্দা ও দূর্গাপুর উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এসব নিষ্ঠুর অপকর্মের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত কোনদিনই সফল হবে না।’

অবিলম্বে নেত্রকোনা জেলার কলমাকান্দা ও দূর্গাপুর উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দূর্গাপুর উপজেলা বিএনপির গ্রেপ্তারকৃত তিনজন নেতার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান মির্জা ফখরুল।



মন্তব্য চালু নেই