‘বিএনপিকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার বিচার বার বার বাধাগ্রস্ত করেছে বিএনপি সরকার। আপিল বিভাগের রায় কৌশলে আটকে রেখেছে তারা। তাদের আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। ক্ষমতায় আসতে দিলেই আবার তারা ঐ খুনিদের পক্ষে অবস্থান নেবে।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ‘জেলহত্যা দিবস’ উপলক্ষে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদের এক আলোচনা সভায় বুধবার বিকালে তিনি এ সব কথা বলেন।

নাসিম বলেন, এখন আমাদের লক্ষ্য হবে ২০১৯ সালের নির্বাচনে খালেদা জিয়াকে চূড়ান্তভাবে পরাজিত করা।

একই ইঙ্গিত দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জঙ্গির সঙ্গী খালেদা জিয়াকে চূড়ান্তভাবে পরাজিত করতে হবে। তাহলেই আমরা আরো দ্রুত এগিয়ে যেতে পারবো।

সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জাতীয় চার নেতাকে স্মরণ করে বলেন, পঁচাত্তরের ঐ খুনিরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যার পর জাতীয় চার নেতাকে হত্যা করলে বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে।

সভায় আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।



মন্তব্য চালু নেই