‘বিআরটিসি দুর্নীতির আখড়া’

নামে-বেনামে লিজ নিয়ে কিছু লোক বিআরটিসিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিআরটিসির দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অচিরেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

রাজধানীর জোয়ার সাহারায় বিআরটিসির বাস ডিপোতে মঙ্গলবার দুপুরে ১টায় শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দুর্নীতির বিষয়ে আমার কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ এসেছে। এ সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অচিরেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘বিআরটিসিকে ঘিরে এখনো দুর্নীতির একটি চক্র সক্রিয় রয়েছে। এদের বিরুদ্ধে তদন্ত চলছে। আজই মন্ত্রণালয়ের সচিবকে বলে এসেছি এদের বিরুদ্ধে তদন্ত করার জন্য।’

আলোচনা অনুষ্ঠানে ওবায়দুল কাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যানকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্ত ও কঠিন ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এ সময় সরকারের সড়ক পরিবহনের এই সংস্থাটির চেয়ারম্যানের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনি অনেস্ট (সৎ) বলে দাবি করতে পারেন না। আপনার সততার প্রভাব যদি সংস্থার অন্যদের মধ্যে না পড়ে আমি আপনাকে অনেস্ট বলব না।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিসির কারা কী করেন, কোন ডিপোতে বসে বসে কী হয়, তার সব খবর আমি জানি। আমার কাছে রাস্তা থেকে খবর চলে আসে। অতিরিক্ত ভাড়া নিলেও খবর আসে, মানুষকে হয়রানি করলেও খবর আসে।’

বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই