বাড়ির ছাদে জাহাজ-বিমান-যুদ্ধের ট্যাংক!

ভারতের পাঞ্জাবে অনেক বাড়ির ছাদে শোভা পাচ্ছে গরু, ঘোড়া, হাতি, ঈগল। বিশাল আকারের ফুল, ট্র্যাক্টর, জাহাজ, যুদ্ধের ট্যাংক এমনকী প্রকান্ড বিমান দেখতে পাবেন পাঞ্জাবে বাসাবাড়ির মাথায়। এগুলো আসলে পানির ট্যাংক। এ ধরনের স্থাপত্য ব্যবহারিক ভাবে পানির ট্যাংক হিসাবে বসানো হলেও এক ধরনের স্থাপত্যের মধ্যে দিয়ে বেশির ভাগ সময়ই বাড়ির মালিকের চাকরি, তার সামাজিক পরিচয় এবং তার আগ্রহের প্রতিফলন ঘটে।

জলন্ধর জেলার জান্দিয়ালা গ্রামের বাহারা সিং তার বাড়ির ছাদে পানির ট্যাংক হিসাবে বসিয়েছেন একটি যুদ্ধের ট্যাংক। এ ধরনের পানির ট্যাংক যারা তৈরি করছেন তারা সুদক্ষ কারিগর।

পাঞ্জাব রাজ্যের বিভিন্ন জেলায় দোকানে কিনতে পাওয়া যায় এসব অভিনব পানির ট্যাংক।

বিশাল আকৃতির এসব ট্যাংক দেখা যায় অনেক দূর থেকে এবং বিভিন্ন এলাকায় এসব অভিনব পানির ট্যাংক রীতিমত আলোচনার বিষয়।

প্রায়ই দেখা যায় এসব ট্যাংক দেখতে আশেপাশের এলাকা থেকে মানুষজন সেখানে ভিড় জমাচ্ছেন অথবা ছবি তুলছেন।

পানির ট্যাংকের জন্য সবচেয়ে জনপ্রিয় ডিজাইন হলো পরিবহন সংক্রান্ত নানা ধরনের স্থাপত্য। বিমান পাগল সান্তোষ সিং তার বাড়ির মাথায় বসিয়েছেন বিশেষ ভাবে ডিজাইন করা এই পানির ট্যাংক। পাঞ্জাবে বিভিন্ন বাড়ির মাথায় পাবেন এ ধরনের সৃষ্টিধর্মী নানা ধরনের পানির ট্যাংক।



মন্তব্য চালু নেই