বাল্য বিয়ে, বরসহ ৬ জনের কারাদণ্ড

দিনাজপুরের খানসামায় বাল্য বিয়ের আসর থেকে বর ও কাজীসহ ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেবুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শুক্রবার বেলা ১১টায় তাদের কারাদণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত বর আলমগীর হোসেন (২৫) ও কাজী মজিবর রহমানকে (৪৫) ১ মাসের জেল এবং বরযাত্রী ফিরোজিদুল ইসলাম (২৫), রহিদুল ইসলাম (২৬), মো. আনিছুর রহমান (২৫), মো. আরিফ হোসেনকে (২৩) ১০ দিন জেল প্রদান করেন।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার জানান, বৃহস্পতিবার রাত ১০টায় খানসামা উপজেলার ৩ নম্বর আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখালী গ্রামের ৮ম শ্রেণীর এক ছাত্রীর (১৪) সঙ্গে একই এলাকার ওয়াজেদ আলীর ছেলে আলমগীর হোসেনের (২৫) গোপনে বিয়ের আয়োজন করা হয়। ঘটনাটি জানতে পেরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেবুর রহমানের নেতৃত্বে পুলিশ ওই বিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। এ সময় বরসহ ৬ জনকে আটক করা হয়। এরপর শুক্রবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।



মন্তব্য চালু নেই