রাজবাড়ীর কিছু খবর :

বালিয়াকান্দি চন্দনা নদীর বালুখোকো ফরহাদের ভ্রাম্যমান আদালতে ১০হাজার টাকা জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোহাইলবাড়ী চন্দনা নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে ফরহাদ হোসেন।

শনিবার উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান ভ্রাম্যমান আদালতে বালুখেকো ফরহাদ হোসেনকে দ.বি. ২৯১ধারায় ১০হাজার টাকা জরিমানা করেছে । ফরহাদ হোসেন উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানী গ্রামের জহির উদ্দিন মন্ডলের ছেলে।

জানা গেছে, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে ম্যানেজ করে বালুখেকো ফরহাদ হোসেন দীর্ঘদিন যাবৎ চন্দনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে। ইতিপুর্বে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বালু উত্তোলন বন্ধ করে দিলেও সে সাম্প্রতিক সময়ে বহরপুর ইউনিয়নের গোহাইলবাড়ী এলাকায় বালু উত্তোলন চালিয়ে যাচ্ছিল। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান মৌখিক ভাবে নিশেধ করলেও তা অমান্য করে কার্যক্রম চালিয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান শনিবার বিকালে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ১০হাজার টাকা জরিমানা করেছেন।

 

 

পাংশায় ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মানববন্ধন

রাজবাড়ী পাংশার পাট্টা ইউপির বিশ্বাস মাজাইল গ্রামের (৯ বছরের) কন্যাকে গত ১৫ জানুয়ারী ধর্ষণ করার অভিযোগে পাংশা থানায় মামলা এবং বাংলাদেশ মহিলা পরিষদ পাংশা শাখার উদ্দ্যোগে মানববন্ধন করে। জানা যায় ১৫ জানুয়ারী সন্ধ্যা রাতে পাংশা থানার উত্তর বিশ্বাস মাজাইল গ্রামে সিরাজপুরের হাওড় সংলগ্ন এলাকায় বি,এম,ডি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী একই গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের লম্পট ছেলে রতন বিশ্বাস (৩৫) কর্তৃক ধর্ষণ হয়। ধর্ষণের ঘটনায় ১৬ জানুয়ারী ওই ছাত্রীর পিতা বাদী হয়ে পাংশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। ৪র্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ পাংশা শাখার উদ্দ্যোগে সভাপতি সাহিদা রহমান ও সম্পাদিকা দিল রওশন আরা কাকলির নেতৃত্বে পাংশা থানা সড়কে ১৮ জানুয়ারী সকাল ১১টার দিকে এক বিশাল মানববন্ধন হয়। ধর্ষকের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বাংলাদেশ মহিলা পরিষদ পাংশা শাখার উদ্দ্যোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রেরণ করেছে।

 

 

পাংশায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ১ সন্ত্রাসী আটক

IMG_0905রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউপিতে ফরিদপুর র‌্যাব-৮ এর নেতৃত্বে অভিযান চালিয়ে গতকাল রবিবার গভীর রাতে অস্ত্রসহ ১ সন্ত্রাসীকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। জানা যায় ফরিদপুর র‌্যাব-৮ এর এস,আই রোকনুজ্জামানের নেতৃত্বে রাত আনুমানিক ১.৪৫ মিনিটের সময় অভিযান চালিয়ে মাছপাড়া গ্রামের আব্দুল সরদারের ছেলে জসিম সরদারকে (৩০) আনসার আলীর বসতবাড়ীর দক্ষিণ পাশে পাকা সড়ক থেকে একটি দেশীয় তৈরী সাটারগান ও ২ টা কার্তুজ সহ আটক করে র‌্যাব-৮। জসিমের নামে অস্ত্র আইনে পাংশা থানায় মামলা হয়েছে।

 



মন্তব্য চালু নেই