বালিয়াকান্দিতে শ্রী শ্রী লোকনাথের তিরোধাম দিবস পালিত

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর-ইলিশকোল মহাশ্মশান মন্দির প্রাঙ্গনে ৩ জুন দিন ব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শ্রী শ্রী লোকনাথ বাবার ১২৫ তম তিরোধাম দিবস পালিত হয়েছে। আনুষ্ঠানিকতার মধ্যে ছিল সকালে পূজা,বিকেলে শোভাযাত্রা, আলোচনা সভা ,ভক্তিগীতি ও প্রসাদ বিতরন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ বিনয় কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি রামগোপাল চট্টোপাধ্যায়, বহরপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, মন্দির কমিটির সাধারন সম্পাদক ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের বালিয়াকান্দি উপজেলা শাখার সম্পাদক সনজিৎ দাস, তিরোধাম দিবস উদযাপন কমিটির সভাপতি প্রভাষ চন্দ্র দাস, সম্পাদক উত্তম কুমার দাস, শ্রমিক নেতা নিবাস মজুমদার প্রমুখ। পরে অতিথিরা শ্মশানের পাকা চিতার ভিত্তির উদ্বোধন করেন।



মন্তব্য চালু নেই