বালিয়াকান্দিতে দু,টি ইউনিয়নের সাড়ে ৬ শত পরিবার পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ও নবাবপুর ইউনিয়নের সাড়ে ৬শত পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। পৃথক ৩টি স্থানে রবিবার শুভ গ্রাম বিদ্যুতায়নের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান।

নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী আবুল কালাম আজাদের বাড়ীতে পাটকিয়াবাড়ী গ্রামের ১৭৮টি পরিবারের শুভ বিদ্যুতায়নের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান।

রাজবাড়ী পল্লী বিদ্যুত সমিতির এলাকা ব্যবস্থাপক আতাউর রহমান বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, রাজবাড়ী জেলা প্রশাসকের সহ-ধর্মিনী আফরোজা ইসলাম, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আলতাফ হোসেন চৌধুরী, পাংশা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল মোরশেদ আরোজ, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম জিয়াউল ইসলাম, নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ খালেক মন্ডল, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, স্বাগত বক্তৃতা করেন, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। স্লুইচ টিপে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

ছোট ঘিকমলা, বড় ঘিকমলা, বিলকাতলী, চষাবিলা গ্রামের ১৮৪টি পরিবারের শুভ বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠান ছোট ঘিকমলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। শুভ বিদ্যুতায়নের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান।

রাজবাড়ী পল্লী বিদ্যুত সমিতির এলাকা ব্যবস্থাপক আতাউর রহমান বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আলতাফ হোসেন চৌধুরী, পাংশা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল মোরশেদ আরোজ, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম জিয়াউল ইসলাম, নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ খালেক মন্ডল, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। স্লুইচ টিপে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

নবাবপুর ইউনিয়নের তেকাটিতে ২৭০টি পরিবারের পল্লী বিদ্যুতের শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করেন, প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান।

রাজবাড়ী পল্লী বিদ্যুত সমিতির এলাকা ব্যবস্থাপক আতাউর রহমান বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আলতাফ হোসেন চৌধুরী, পাংশা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল মোরশেদ আরোজ, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম জিয়াউল ইসলাম প্রমুখ। স্লুইচ টিপে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহনের পর প্রতিটি গ্রাম বিদ্যুতের আওতায় এসে সুফল ভোগ করছে। কোন গ্রামের কেউ বিদ্যুৎ থেকে বঞ্চিত হবে না। পর্যায়ক্রমে সবাই বিদ্যুৎ পাবে। রাজবাড়ীতে বিদ্যুতের কোন ঘাটতি নেই। সাব ষ্টেশন নির্মান না হওয়া পর্যন্ত একটি লোডশেডিং হতে পারে। এ সমস্যাও দ্রুত সমাধান হবে।



মন্তব্য চালু নেই