বালিয়াকান্দিতে ঠোঁটকাটা তালুফাটা রোগীদের বিনামুল্যে প্লাস্টিক সার্জারী ক্যাম্প অনুষ্ঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার আয়োজনে ঢাকা সিটি হাসপাতালের অর্থায়নে ঠোটকাটা তালুফাটা রোগী বাছাই শেষে বিনামুল্যে প্লাস্টিক সার্জারী ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোকাররম হোসেন জানান, গত ৫ ও ৬ মার্চ সংস্থার কার্যালয়ে মধুখালী, কালুখালী, পাংশা, বালিয়াকান্দি, মাগুরাসহ বিভিন্ন উপজেলা থেকে ১৮জন রোগী বাছাই শেষে যশোর সিটি হাসপাতালে বিনামুল্যে প্লাস্টিক সার্জারী ক্যাম্প অনুষ্ঠিত হয়। সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার উদ্দ্যোগে যারা অর্থের অভাবে অপারেশন ও চিকিৎসা সেবা নিতে পারেনা এমন রোগী বাছাই করে এপর্যন্ত ১২৩জন রোগীকে বিনামুল্যে চিকিৎসার ব্যবস্থা করেন। যাদেরকে বিনামুল্যে প্লাষ্টিক সার্জারীর মাধ্যমে অপারেশন সম্পন্ন করা হয়েছে, তারা এখন সুস্থ স্বাভাবিক মানুষের মত দেখা যায়। এ কার্যক্রম সংস্থাটি সার্বক্ষনিক ভাবে চালিয়ে যাচ্ছে। কার্যক্রম পরিচালনায় এলাকায় বেশ সুনাম অর্জন করেছে। সমাজ সেবার জন্য ইতিমধ্যেই সংস্থার পরিচালক মোকাররম হোসেন মাপসাস গোল্ড মেডেল লাভ করেছেন। ঠোঁটকাটা-তালুফাটা রোগীরা জরুরী যোগাযোগের জন্য ০১৭১৩-৯৯২৯৮৪ মোবাইলে যোগাযোগ করুন।



মন্তব্য চালু নেই