রাজবাড়ীর কিছু খবর :

বালিয়াকান্দিতে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কোহিনুর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ এস,এম শাহজালাল, উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক গৌতম চন্দ্র দে, উপজেলা মৎস্য কর্মকর্তা খায়রুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু।

পরে যুব কর্মসংস্থানে যুব উন্নয়ন অধিদপ্তরের ভুমিকা নিয়ে আলোচনা করেন, রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কোহিনুর মিয়া। যুব কার্যক্রম সমুহ, কার্যক্রম বাস্তবায়নে যুবদের ভুমিকা ও সফল উদ্যোক্তা হিসাবে নিজেকে তৈরী করনের উপায় নিয়ে আলোচনা করেন, রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক গৌতম চন্দ্র দে। গবাদী পশু, হাঁস-মুরগী পালনের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়নে করণীয় সমুহ বিষয়ে আলোচনা করেন, উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ খায়ের উদ্দিন আহম্মেদ।

আধুনিক উপায়ে মাছ চাষের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়নে করণীয় সমুহ বিষয়ে আলোচনা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম। আত্মকর্মসংস্থানে উদ্যোগ গ্রহনে বিভিন্ন সমস্যা চিহিৃতকরণ ও সমাধানের উপায় সমুহ প্রনয়ণ ও দলীয় উপস্থাপন, র‌্যাপোটিয়ার উপস্থাপনা ও সমাপনি। কর্মশালায় ৪০জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।

বালিয়াকান্দিতে ২ সন্তানের জননীর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামে সোমবার রাতে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস নিয়ে ২ সন্তানের জননী আত্মত্যা করেছে। ওই গৃহবধুর নাম আরতি মজুমদার (৩০)। তার স্বামীর নাম উত্তম মজুমদার। বাড়ী উপজেলা জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামে। মঙ্গলবার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসী ও থানা পুলিশ জানিয়েছেন, উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের উত্তম মজুমদারের স্ত্রী আরতি রানী মজুমদারের সাথে তার শাশুরীর কথাকাটাকাটির জের ধরে সোমবার রাত ১০টার দিকে বাড়ীর ঘরের আড়ার সাথে শাড়ি পেচিয়ে গলায় ফাঁস নিয়ে আতœহত্যা করে।
থানার অফিসার ইনচার্জ এস,এম শাহজালাল জানান, মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দিতে সন্ত্রাসী হামলায় সেলুন কর্মচারী আহত ॥ জনতার হাতে ১জন আটক
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক সেলুনে সন্ত্রাসী হামলা চালিয়েছে চিহিৃতরা। এসময় জনতা ১জনকে আটক করে পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

জামালপুর বাজার বণিক সমিতির সভাপতি মীর মনিরুজ্জামান বাবু জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর বাজারের শ্যামলের সেলুনের দোকানের কর্মচারী সবুজকে পুর্ব শত্রুতার জের ধরে বেধড়ক ভাবে মারপিট করে। আশপাশের ব্যবসায়ীরা উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের বাচ্চু মন্ডলের ছেলে রুবেল মন্ডল (২৫) কে আটক করে পিটুনী দিয়ে থানা পুলিশে সোপর্দ করে।

এসময় জামালপুরের খালকুলা গ্রামের সবুজ ও রাজুসহ ৩-৪জন পালিয়ে যায়। লোকজন সেলুন কর্মচারী সবুজকে মারাত্বক আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ এস,এম শাহজালাল জানান, এ ঘটনায় সবুজের মাতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আটক রুবেলকে মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে।



মন্তব্য চালু নেই