বালতি-মগে গোসল করেন প্রধানমন্ত্রী

পানির অপচয় রোধে বালতি আর মগ দিয়ে গোসল করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঝর্ণাতে গোসল করলে বেশি পানি খরচ হয় সে কারণে এভাবে পানির ব্যবহার কমানোর চেষ্টা করেন। প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘পানি পরিশোধন করতে কত টাকা খরচ হয়, সেটা অন্য কেউ না জানলেও আমি।

রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ সচিবালয়ের কর্মীদের জন্য নির্মিত ভবন উদ্বোধনকালে শনিবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রী পানি-বিদ্যুৎ ব্যবহারে তাদের মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন। বলেন, ‘এসব বিষয়ে তিনিও সতর্ক।’

শেখ হাসিনা বলেন, ‘২০০৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছিল তখন দেশে বিদ্যুৎ উৎপাদন ছিল তিন হাজার দুইশ মেগাওয়াট। সেটাকে এখন ১৫ হাজারে উন্নীত করা হয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি অপচয় করার জন্য নয়।’

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি গোসলের সময় একটা বালতি ও মগ ব্যবহার করি। এতে পানি কম লাগে। তবে যারা একটু দামি জিনিস ব্যবহার করেন, তারা দামি মগ ব্যবহার করতে পারেন। অনেকে ব্রাশ করার সময় কল ছেড়ে রাখেন, আর পানি পড়তেই থাকে। এটা মানা যায় না।’

প্রধানমন্ত্রী জানান, তিনি অপ্রয়োজনে বিদ্যুৎও খরচ করেন না। এ প্রসঙ্গে প্রশ্ন করেন, ‘আমি প্রাইম মিনিস্টার হয়ে যদি ঘর থেকে বের হওয়ার সময় নিজ হাতে বিদ্যুতের সুইচ বন্ধ করতে পারি, তাহলে আপনারা পারবেন না কেন?’



মন্তব্য চালু নেই