বার্সেলোনা-জুভেন্টাস ফাইনালে তুরস্কের রেফারি

আগামী ৬ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইতালির ক্লাব জুভেন্টাস। বার্লিনে অনুষ্ঠেয় ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্বে থাকছেন তুরস্কের কুনেইত কাকির।

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বিষয়টি নিশ্চিত করেছে। ফাইনালে কাকির দুই সহকারী হিসেবে থাকবেন স্বদেশি বাহাটিন দুরান ও তারিক অনগুন। চতুর্থ অফিশিয়াল হিসেবে থাকবেন সুইজারল্যান্ডের রেফারি জোনাস এরিকসন।

এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে চারটি এবং ইউরোপা লিগে তিনটি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন কাকির।

এদিকে আগামী ২৭ মে ইউরোপা লিগের ফাইনালে সেভিয়া ও নিপ্রোর ম্যাচের রেফারির দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের মার্টিন অ্যাটকিনসন।



মন্তব্য চালু নেই