বার্সেলোনার বেবি টিমে মেসি পুত্র থিয়েগো

কয়েকদিন আগে লিওনেল মেসি জানিয়েছিলেন, তার বড় ছেলে থিয়াগো মেসি নাকি ফুটবল পছন্দ করছে না। আগ্রহ না থাকায় ছেলেকে বল কিনে দেওয়া কিংবা ফুটবল খেলতে জোর করছেন না তিনি।

তবে ফুটবলের প্রতি আগ্রহ তৈরী করতে এবার ছেলেকে বার্সেলোনার বেবি টিমে ভর্তি করিয়েছেন মেসি। বাচ্চাদের ফুটবল নিয়ে বার্সার একটা প্রজেক্ট কাজ করছে। যেখানে তিন থেকে পাঁচ বছর বয়সি শিশুদের ফুটবল নিয়ে কাজ করা হয়।

স্প্যানিশ গণমাধ্যমের বরাত দিয়ে গোল ডট কম জানিয়েছে, বার্সেলোনার পাইলট প্রোগ্রামটির অন্যতম সদস্য হবে থিয়াগো। লা মেসিয়া (একাডেমি) ও প্রথম টিমে নেওয়ার লক্ষে এখান থেকে সম্ভাবনাময় ক্ষুদে ফুটবলারদের পরিণত করার দিকেই চোখ রাখছে কাতালান ক্লাবটি।

বার্সেলোনার লা ম্যাসিয়া একাডেমি থেকে উঠে এসেই এখন বিশ্ব ফুটবলে আধিপত্য বিস্তার করছেন মেসি। মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনা থেকে বার্সা লা ম্যাসিয়া একাডেমিতে ভর্তি হয়েছিলেন টানা চারবারসহ মোট পাঁচবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা মেসি।



মন্তব্য চালু নেই