বারাক ওবামার সাথে পেয়াজের রহস্যময় সম্পর্ক!

মঙ্গলবার বন্দুক ব্যবহার নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়ার সময় অঝোরে কেঁদে ফেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০১২ সালে বন্দুকধারীর হামলায় নিহত শিশুদের কথা স্মরণ করে কাঁদেন তিনি। তবে মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের একজন কন্টিবিউটর দাবি করেছেন, ওবামা ওটা ভান করেছেন। ওবামার কান্না বিশ্বাসযোগ্য নয় বলেও দাবি তার।

আন্দ্রে তানতারোস নামের ওই নারী কন্টিবিউটরের পরের দাবিটা আরো মারাত্মক। সংবাদ সম্মেলনের আগে কান্নার জন্য ওবামা চোখে ‘কাঁচা পেয়াজ’ ব্যবহার করেছেন বলে দাবি করেন তিনি।
তানতারোস বলেন, ‘আমি সেখানে থাকলে আগে পরীক্ষা করতাম কান্নার জন্য কাঁচা পেয়াজ বা অন্য কোনো জিনিস ব্যবহার করেছেন কিনা। আমি আসলে বলতে চাই, তার কান্না মোটেও বিশ্বাসযোগ্য নয়।’
ওবামার কান্নাকে লাইভ অনুষ্ঠানের সহ-উপস্থাপক মেলিসা ফ্রান্সিস ‘নষ্ট রাজনীতির রঙ্গমঞ্চ’ বলে বর্ণনা করেছেন।

মেলিসা বলেন, ‘কানেকটিকাটের বাচ্চাদের জন্য আমার সব সময়ই খারাপ লাগে। কিন্তু তিনি (ওবামা) বাচ্চাদের ব্যাপারে যতোটা দুঃখিত, সন্ত্রাসের ব্যাপারে ততোটা সিরিয়াস না।’
ফক্স নিউজ চ্যানেলে এবারই প্রথম মার্কিন প্রেসিডেন্টের কড়া সমালোচনা হলো এমন না। গত ডিসেম্বরে একটি লাইভ অনুষ্ঠানে বিশ্লেষক ও মার্কিন সেনাবাহিনীর লে. কর্নেল রালফ পিটার সন্ত্রাস বিষয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, ‘এই লোকটা তো একটা বিড়ালের মতো।’

একই অনুষ্ঠানে অভিনেত্রী স্ট্যাসি ডাস ওবামার সমালোচনা করে বলেছিলেন, ‘সব ব্যাপারেই তিনি অজুহাত খোঁজেন। তিনি আসলে দায়িত্বহীন।’
পরে ওই দুই সমালোচককেই দুই সপ্তাহের জন্য টেলিভিশনের কথা বলা নিষিদ্ধ করা হয়।



মন্তব্য চালু নেই