মিঠাপুকুরে সাংস্কৃতিক সন্ধ্যা

বাবা-মেয়ে মাতালেন হাজার দর্শক

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ মিঠাপুকুরে লোকজ সাংস্কৃতিক সন্ধ্যায় হাজারো দর্শক মাতিয়েছেন সঙ্গীত শিল্পী বাবা-মেয়ে আবুল কালাম আজাদ ও আমরিন আক্তার তুবা।
উপজেলার রানীপুকুর স্কুল এন্ড কলেজ মাঠে শুক্রবার সন্ধ্যায় শুরু হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই ভাওয়াইয়া গান পরিবেশন করেন আবুল কালাম আজাদ। এরপরে মঞ্চে তাঁর মেয়ে তুবা লোকগীত নিয়ে মাতিয়ে তোলেন দর্শকদের। বাবা-মেয়ের লোকজ গানে হাজার দর্শক মুগ্ধ হয়ে যান। আরও সঙ্গীত পরিবেশন করে রংপুর কারমাইকেল কলেজের সহযোগি অধ্যাপক জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন, কারমাইকেল কলেজের সহকারী অধ্যাপক জুবায়ের হোসেন মামুন, সহযোগি অধ্যাপক মোত্তালিব হোসেন, রানীপুকুর স্কুল এন্ড কলেজের প্রভাষক নুর মোহাম্মদ মোস্তাক আলী হাকিম, সাংবাদিক শামিম আখতার, শিক্ষক আরিফুজ্জামান ফুয়াদ, এস এ সোহেল প্রমুখ। সঙ্গীত শিল্পি আমরিন আক্তার তুবা’র বাবা শিল্পী আবুল কালাম আজাদ বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আজীবন সদস্য।

Photo Mithapukur (2)....16.04.2016



মন্তব্য চালু নেই