বান্দরবানে লামায় উপজাতি সন্ত্রাসী কর্তৃক ৩জন বাঙ্গালী ২জন উপজাতি অপহরন

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফকিরা খোলা পশ্চিম সীমানা রিজার্ভ এলাকা থেকে শনিবার সকাল ৭টায় স্থানীয় উপজাতি সন্ত্রাসী কর্তৃক ৩জন বাঙ্গালী ও ২জন উপজাতি অপহরণ হয়েছে।

অপহরনকৃতরা হলেন মংপ্রু মার্মা(২৭) পিতা- আগুন মার্মা গ্রাম- হারগাজা হেডম্যান পাড়া, মংছাই এ মার্মা(১৯) পিতা- মহে মার্মা গ্রাম- পুরাতন হেডম্যান পাড়া ফাঁসিয়াখালী ইউনিয়ন লামা, নাছির উদ্দিন কোম্পানী(৪৫), ড্রাইভার মোঃ ইব্রাহিম(৩৫) ও মোঃ রুবেল(২৮) চকরিয়া উপজেলা, কক্সবাজার।

ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার এ প্রতিবেদককে জানান, পাহাড়ি ঝিরি থেকে ট্রাক করে বালি আহরণ করতে গেলে স্থানীয় উপজাতিয় ১৫/১৭ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ তাদের অপহরন করে নিয়ে যায়। আমি ঘটনা শুনতে পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসি।

লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম অপহরনের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা জানতে পেরে তাদের উদ্ধারের জন্য লামা থানার পুলিশের উপ-পরিদর্শক মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস টিম ঘটনাস্থলে প্রেরণ করি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।



মন্তব্য চালু নেই