বান্দরবানে পাহাড়ের নিচ দিয়ে ট্রেন যাবে মায়ানমার

কক্সবাজার হয়ে বান্দরবানের পাহাড়ের নিচ দিয়ে ট্রেন যাবে মায়ানমারে। এ লক্ষ্যে ‘দোহাজারীর রামু হতে মায়ানমারের নিকটে দুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্প’ অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এন ইসি সম্মেলন কক্ষে এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে প্রকল্পটি অনুমোদন দেন একনেক চেয়ারপার্সন প্রধামন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে- ১৮ হাজার ৩৪শ ৪৮কোটি টাকা। এ প্রকল্প ব্যস্তবায়ন কাল ধরা হয়েছে ২০১০ থেকে ২০২২ সাল পর্যপন্ত। প্রকল্পের সাহায্য দিবে এডিবি।

বর্তমানে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে সড়ক পথ এখন যোগাযোগের প্রধান মাধ্যম। কক্সবাজার ও বান্দরবান যাওয়ার কোন রেল যোগাযোগের ব্যাবস্থা নেই। এ প্রকল্পের মাধ্যমে কক্সবাজার, বান্দরোন ও মায়ানমারে যাওয়া হবে ট্রেনে।

অনুমোদিত অন্য প্রকল্পগুলো:

বাংলাদেশ রেলওয়ের জন্য ‘১০০ মিটার গেজ যাত্রীবাহী ক্যারেজ পুনর্বাসন’ প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৩০ লাখ টাকা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ‘যাত্রাবাড়ী মোড় হতে ত্রিমুখী রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন’। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৫৪ কোটি ৮৯ লাখ টাকা।



মন্তব্য চালু নেই