বানরের মৃত্যু: ভয়ে ২০০ মানুষ ন্যাড়া

ভারতের মধ্যপ্রদেশের স্থানীয় একটি হনুমান মন্দিরের এক বানর মারা যাওয়ায় অভিশাপের ভয়ে প্রায় ২০০ ভক্ত মাথা ন্যাড়া করেছে। আর অভিশাপ থেকে মুক্তি পেতে ওই বানরের জন্য রীতিমতো শ্রাদ্ধ অনুষ্ঠানও করা হয়েছে।

কুকুরের তাড়া খেয়ে পুকুরে পড়ে ডুবে মারা যায় ওই বানর। বানরের এমন মৃত্যু অভিশাপ বয়ে আনতে পারে, এমন আশঙ্কা থেকেই ওই মাথা ন্যাড়া ও শ্রাদ্ধের অনুষ্ঠান করা হয়।

এছাড়া আরও ৭০০ মানুষ এ উপলক্ষে ক্ষৌরকার্য সেরেছেন।

ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বানর-হনুমান পূজনীয়। কারণ হনুমান নামের এবং প্রায় আকারের এক দেবতার পূজা করেন তারা। দেবতা হনুমানের মন্দিরও আছে বিভিন্ন স্থানে। পুজারিরা বিশ্বাস করেন, দেবতা হনুমান তাদের ভয় ও বিপদ থেকে মুক্তি দেন।

গত ২ সেপ্টেম্বর বানরটি পানিতে ডুবে মারা যায়।



মন্তব্য চালু নেই