বাদ পড়ছেন লিটন-নাসির?

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ১৪ সদস্যের দল নির্বাচন করে তা বোর্ডের কাছে হস্তান্তর করেছে নির্বাচক কমিটি। আজকাল আসতে পারে ঘোষণা। বেশ কয়েকটি সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে চূড়ান্ত ওই দলে ঠাঁই হয়নি নাসির হোসেন এবং লিটন দাসের।

সিরিজের চারটি ম্যাচই হবে সিলেটে। প্রথম ওয়ানডের চূড়ান্ত দিনক্ষণ ঠিক না হলেও ১৪ তারিখ সম্ভাবনা রয়েছে।

‘আমরা একটা দল ঠিক করে বোর্ডের কাছে পাঠিয়েছে। সভাপতি (পাপন) তাতে সম্মতি দিলেই হাথুরুসিংহের অধীনে অনুশীলন শুরু হবে। যাদের দলে নেয়া হয়নি তারা বাংলাদেশ ক্রিকেট লিগে খেলবে। লিগ শুরু হবে ১১ জানুয়ারি থেকে।’ বলেন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

কাদের দলে রাখা হয়েছে তা না বললেও নান্নু ইঙ্গিত দিয়েছেন, দলে বেশ কয়েকজন নতুনকে রাখা হয়েছে; যারা বিপিএলে ভালো করেছে।

সূত্রের খবর, দলে সুযোগ পেতে পারেন আবু হায়দার রনি এবং আল-আমিন হোসেন। তাসকিনকেও নাকি বিবেচনায় রাখা হয়েছে।

নাসির-লিটনকে প্রথম দুই ম্যাচে রাখা না হলেও পরের দুটিতে তাদের সুযোগ হতে পারে। এই দুজনের পরিবর্তে কপাল খুলতে পারে নুরুল হাসান এবং শুভাগত হোমের।



মন্তব্য চালু নেই