বাদাম দিয়ে কী তৈরি হয় শুনলে খোসা ভাঙার সাহস পাবেন না!

বাদামের খোসা মট্ করে ভেঙে কত হাতেই না দিয়েছেন। তবে প্রেমিকাকে একটু বেশি দিতে ভুল করেননি। খোসগল্পের ফাঁকে ফাঁকে বাদামের খোসা খসানোও একটা মজা। কিন্তু এ খবর পড়ার পর বাদামের খোসা ছাড়ানো তো দূরের কথা, চিনেবাদাম দেখলেই দৌড়ে পালাবেন।

চিনেবাদাম এবং প্রেমের সম্পর্ক ক’দিনের? সেই কবে থেকে দু’জনে দু’জনার হয়ে একসঙ্গে কত পথই না চলেছে। এ প্রতিবেদন

পড়ে অবশ্য আর সেই কথা বলার অবকাশ না-ও থাকতে পারে।

জানেন, চিনেবাদাম দিয়ে কী তৈরি হয়? যেটি তৈরি হয়, তার সঙ্গে প্রেমের কোনো যোগাযোগ তো নেই-ই, রয়েছে ধ্বংসের।

ডিনামাইট! আজ্ঞে হ্যাঁ, ডিনামাইট তৈরি করতে চিনেবাদাম লাগে। বাদাম মাত্রই তেল থাকে। চিনেবাদামেরও রয়েছে।

এবেলার এক প্রতিবেদনে বলা হয়েছে, চিনেবাদামের তেল থেকে তৈরি হয় গ্লিসেরল। নাইট্রোগ্লাইসেরিনের প্রধান উপাদানই হলো গ্লিসেরল। নাইট্রোগ্লাইসেরিন কী? এটি একটি অত্যন্ত ‘আনস্টেব্‌ল’ বিস্ফোরক!

হাতে থাকা অবস্থায় সামান্য ঝাঁকুনি লাগলেও দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ বস্তুটির সঙ্গে মাটি, কাঠের গুঁড়ো ইত্যাদি মিশিয়ে তৈরি হয় ডিনামাইট।

তাহলে বুঝতে পারছেন তো? আজই গিয়ে বান্ধবীকে সাবধান করুন, চিনেবাদামে আর যাতে হাত না পড়ে।



মন্তব্য চালু নেই