বাড়ির কোথায়, কীভাবে ঘড়ি লাগালে ফেরে সৌভাগ্য, জানাচ্ছে বাস্তু

• বাড়িতে কখনওই বন্ধ হয়ে যাওয়া ঘড়ি রাখবেন না। বাস্তু মতে, বন্ধ হয়ে যাওয়া ঘড়ির দিকে তাকালে পজিটিভ এনার্জি কমে যায়। ঘড়ির উপরে যাতে ধুলো না জমে, তাও লক্ষ্য রাখুন।

• ঘরের দক্ষিণ দিকে দেওয়ালে ঘড়ি লাগালে পরিবারের উন্নতি নাকি বাধাপ্রাপ্ত হয়। এমনকী, দক্ষিণ দিকে মুখ করে দেওয়ালে ঘড়ি লাগালে গৃহকর্তার শরীরও খারাপ হওয়ার আশঙ্কা থাকে।

• বালিশের নীচে কখনও ঘড়ি রেখে ঘুমোবেন না। এর ফলে আপনার স্বভাবে নেতিবাচক পরিবর্তন আসতে পারে।

• দরজার উপরে কখনও ঘড়ি লাগাবেন না। এর ফলে ঘড়ির উপরে নেগেটিভ এনার্জির প্রভাব পড়ে। যার ফলে পরিবারের সদস্যদের সমস্যায় পড়তে হতে পারে।

• পশ্চিম দিকে মুখ করে ঘড়ি লাগালে বাড়ির সদস্যদের জীবনে নতুন কিছু ঘটার সম্ভাবনা বাড়ে।

• উত্তর দিকে মুখ করে ঘড়ি লাগালে বাড়িতে পয়সার অপচয় বন্ধ হয়।

• পেন্ডুলাম লাগানো ঘড়ি বাড়িতে লাগালে তা পরিবারের সদস্যদের পক্ষে শুভ হয়। বাস্তু মতে, এই ঘড়ি পরিবারের খারাপ সময় কাটিয়ে দেয়।

• ঘড়ির সময় সঠিক রাখার চেষ্টা করুন। সময় একটু এগিয়ে বা পিছিয়ে রাখলে তা রোজকার জীবনে আপনার সাফল্য, ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে।

• বাড়ির বেডরুমে সবসময় গোলাকার ঘড়ি লাগান। এতে বাড়ির সুখ, শান্তি বজায় থাকবে।

• বাড়িতে কমলা বা সবুজ এবং দোকানে কালো বা ঘন নীল রংয়ের ঘড়ি কখনওই লাগাবেন না।



মন্তব্য চালু নেই