বাজেট ঘাটতি সাড়ে ৮৬ হাজার কোটি টাকা

আসছে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি দাঁড়াবে ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা, যা জিডিপি’র ৫.০ শতাংশ। গত অর্থবছরের বাজেটে ঘাটতি ছিল ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার বাজেট বক্তৃতায় এই ঘাটতির কথা তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানান, ঘাটতি অর্থায়নে বৈদেশিক সূত্র থেকে ৩০ হাজার ১৩৪ কোটি টাকা (জিডিপি’র ১.৮ শতাংশ) এবং অভ্যন্তরীণ সূত্র হতে ৫৬ হাজার ৫২৩ কোটি টাকা (জিডিপি’র ৩.৩ শতাংশ) সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা হতে সংগৃহীত হবে ৩৮ হাজার ৫২৩ কোটি টাকা (জিডিপি’র ২.২ শতাংশ) এবং সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক-বহির্ভূত খাত থেকে আসবে ১৮ হাজার কোটি টাকা (জিডিপি’র ১.০ শতাংশ)।

আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘বৈদেশিক সহায়তার যে বিশাল পাইপলাইন গড়ে তোলা হয়েছে সেখান থেকে ব্যয় বাড়াতে পারলে অভ্যন্তরীণ উৎসের ওপর নির্ভরশীলতা যথেষ্ট কমানো সম্ভব হবে বলে আমার বিশ্বাস। সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাবো যাতে অন্তত আগামী বছরে বৈদেশিক সহায়তা ব্যবহারের হার বৃদ্ধি পেতে পারে।’



মন্তব্য চালু নেই