বাজেট অধিবেশন শেষ ৯ জুলাই

দশম জাতীয় সংসদের ষষ্ঠ অর্থাৎ ২০১৫-১৬ অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হবে ৯ জুলাই। ১ জুন সোমবার শুরু হওয়া অধিবেশনে ৪ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেট সংসদে পেশ করবেন। তার পেশ করা বাজেটর উপর আলোচনা শেষে ৩০ জুন তা পাস করা হবে।

জাতীয় সংসদ ভবনে সোমবার সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে ৪৫ ঘণ্টা।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন— সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসনাত আব্দুল্লাহ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, মইন উদ্দীন খান বাদল, আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে অংশ নেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, মঙ্গলবার ও বাজেট উপস্থাপনের দিন ছাড়া রমজানের আগে প্রতিদিন বিকেল সাড়ে ৫টায় অধিবেশন শুরু হবে। রমজানের সময় সকাল সাড়ে ১০ টায় শুরু হয়ে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এছাড়া আগামী ২০ ও ২৭ জুন শনিবারেও অধিবেশন অনুষ্ঠিত হবে।

১১ মে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাজেট অধিবেশন আহ্বান করেন। এর আগে বর্তমান সরকারের পঞ্চম অধিবেশন শেষ হয় ২ এপ্রিল।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর১২ জানুয়ারি সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে দশম সংসদের পথ চলা শুরু হয়। একই বছর ২৯ জানুয়ারি শুরু হয় প্রথম অধিবেশন।



মন্তব্য চালু নেই