বাজেটে গুরুত্ব পাচ্ছে দুস্থ ও পথশিশুদের মানসিক বিকাশ

২০১৬-১৭ সালের বাজেটে নারীদের পাশাপাশি শিশুর শারীরিক ও মানসিক বিকাশকে সমভাবে গুরুত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবারের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দুস্থ, এতিম ও পথশিশুদের শারীরিক ও মানসিক বিখাশের জন্য বিভাগীয় শহরগুলোতে পরিচালনা করা হচ্ছে ৬টি শিশু বিকাশ কেন্দ্র। শিশুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধানেও পরিচালিত হচ্ছে বিভিন্ন কার্যক্রম।

ইতোমধ্যে জাতীয় শিশু নীতি, শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশে সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

গত অর্থ বছরে ৫টি মন্ত্রণালয়ের শিশু সংশ্লিষ্ট কার্যক্রমসমূহ বিবেচনায় নিয়ে প্রথমবারের মতো ‘শিশুদের নিয়ে বাজেট ভাবনা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। এর ধারাবাহিকতায় সাতটি মন্ত্রণালয়/বিভাগের শিশু সংশ্লিষ্ট কার্যক্রমসমূহে ‘প্রকৃত বরাদ্দ চিহ্নিত করে বিকশিত শিশু : সমৃদ্ধ বাংলাদেশ’ শিরোনামে একটি পুস্তিকাও উপস্থাপন করা হয়েছে।



মন্তব্য চালু নেই