বাজেটে আশা আছে, দিকনির্দেশনা নাই : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘২০১৫-২০১৬ অর্থবছরে ঘোষিত বাজেটে অনেক আশার কথা রয়েছে। তবে বাস্তবায়নের দিকনির্দেশনা নেই ।’

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদে ২০১৫-২০১৬ অর্থবছরের ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার বাজেট পেশ করেন।

প্রস্তাবিত বাজেটে মোট অভ্যন্তরীণ সম্পদ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৪৩ কোটি টাকা। ঘাটতি ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা। অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা ও সঞ্চয়পত্র থেকে ঋণ গ্রহণ এবং বৈদেশিক ঋণ ও অনুদান থেকে এ ঘাটতি পূরণ করা হবে।



মন্তব্য চালু নেই