বাজারে বৃষ্টির পানিতে ভেসে আসে ৮ কেজির বেশি ওজনের কাতলা মাছ

বৃষ্টির পানিতে ভেসে আসা ৮ কেজি ৩শ‘ গ্রাম ওজনের কাতলা মাছ দোকানের সামনে থেকে হাত দিয়ে ধরলেন মস্তফাপুর বাজারের ফার্মের পল্ট্রি মুরগী ব্যবসায়ী দেলোয়ার। জেলার মস্তফাপুর গ্রামে গতকাল গভির রাত থেকে দুপুর ১২টা পযন্ত বৃষ্টি হওয়ায় বিভিন্ন মাছ চাষ করা বড় পুকুর, দিঘি, খাল পানিতে ডুবে যাওয়ায় সকল প্রকার মাছ রাস্তাঘাটে ছড়িয়ে পড়েছে। আর বৃষ্টির কারনে মস্তফাপুর বাজারও বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

বন্যার পানির মত বাজারে মধ্যে দিয়ে জোয়ার যাচ্ছে। বাজারে একপাশে ফার্মের পল্টি মুরগী ব্যবসায়ী দেলোয়ারের দোকানে সামনে থেকে হাটু পানির মধ্যে থেকে ৮ কেজি ৩শ’ গ্রাম ওজনের মাছ হাত দিয়ে ধরছে। এলাকার উৎসুক জনগন মাছটি দেখতে ভিড় জমাচ্ছে।

দেলোয়ার জানান, আমি পানির মধ্যে দাড়িয়ে পল্ট্রি মুরগী বিক্রি করছিলাম হঠাৎ দোকানের সামনে পানির মধ্যে একটি মাছ ফালাফালি করছিল। আমি ধরার জন্য গেলে মাছটিই আমাকে ছিটা দিয়ে চলে যাচ্ছিল, তখন আর একজনের সাহায্যে নিয়ে ঝুপি দিয়ে কুপিয়ে মাছটি ধরতে সক্ষম হই। আমার বাড়ী ঘর বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে তারপরও মাছটি পেয়ে আমি খুব খুশি।



মন্তব্য চালু নেই