বাজারে আসছে গীতিকার জীবক বড়ুয়ার গানের এ্যালবাম “চাঁটগা এক্সপ্রেস”

বারো আউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামের নদী, পাহাড়, সমুদ্র আর সবুজের প্রেম নিয়ে জীবক বড়ুয়ার লেখা কথার গান এবং আয়োজনে আধুনিক রোমান্টিক গানের এ্যালবাম “চাঁটগা এক্সপ্রেস” বাজারে আসছে।

একঝাক শিল্পীর কন্ঠ ধারনের মধ্যদিয়ে এ্যালবামটির কাজ সম্প্রতি শেষ হলো।

এতে যারা গাইলেন-সন্দীপন, সাব্বীর, রাশেদ, নিশীতা বড়ুয়া, রন্টি দাশ, বৃস্টি মুৎসদ্দী, চৈতি মুৎসদ্দী, বেলী, ঝিনুক, মিস্টু বসাক, এস.এম.বাকের, আকলিমা মুক্তা, অনন্যা, মুন, মাসুম, ইউসুফ আহম্মেদ খান, আরিয়ান, ইফতেখারুল লেলিন, পাপড়ী ভট্রাচার্য, সুপ্রিয়া লাকী, রাজীব বড়ুয়া, অনীক বড়ুয়া, জুয়েল পাল, মোজাহেদ, শান্তা, রোমানা আকতার ইতি, তমালিকা বর্মন, সুমী, রাজীব, নীনা সামান্তা ও লীনা লাইসা সহ অনেকেই।

এ্যালবামটির গানে সূর করেছেন- দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়,সাব্বির,রাশেদ,লেলিন ও আরিয়ান।
গানগুলির কম্পোজিশন করেছেন-সাব্বির, লেলিন ও অনিক।

যাদের দিকনির্দেশনায় এ্যালবামটির অগ্রযাত্রা- প্রখ্যাত তবলাবাদক মিলন ভট্রাচার্য, সুরকার বাসুদেব ঘোষ, কি-বোডিস্ট তাপস চৌধুরী, রুপতনু শর্মা ও লিটন মিত্র।



মন্তব্য চালু নেই