বাছাইপর্বের প্রথম ম্যাচে চিলির সামনে ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বের ড্র শনিবার অনুষ্ঠিত হয়। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ব্রাজিলিয়ান রোনালদো ও দিয়েগো ফোরলানদের মতো ফুটবল মহাতারকার উপস্থিতিতে ইউরোপ, লাতিন আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের জন্য বাছাইপর্বের ড্র্র অনুষ্ঠিত হয়। লাতিন আমেরিকান অঞ্চলের বাছাইপর্বের প্রথম ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হবে।

বাছাইপর্বের প্রথম ম্যাচে ব্রাজিল কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হলেও সেই তুলনায় আর্জেন্টিনা প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষকে পেয়েছে। প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রকিপক্ষ ইকুয়েডর।
IFCএছাড়া লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডে কলম্বিয়া-পেরু, ভেনেজুয়েলা-প্যারাগুয়ে, বলিভিয়া-উরুগুয়ে মুখোমুখি হবে। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা প্যারাগুয়ের এবং ব্রাজিল মুখোমুখি হবে ভেনেজুয়েলার।

দক্ষিণ আমেরিকার দশটি দল একে অপরের সঙ্গে খেলবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে। প্রথম চারটি দল সরাসরি চলে যাবে রাশিয়ায়। পাঁচ নম্বর দলটি ওশিয়ানিয়ার সঙ্গে ইন্টারকন্টিনেন্ট্যাল প্লে-অফে খেলে তবেই চূড়ান্তপর্বের টিকেট পাবে।



মন্তব্য চালু নেই