বাঘের হাত থেকে সন্তানকে বাঁচালেন মা

দুই শিশু সন্তান নিয়ে চিতাবাঘের মুখে পড়েছিলেন মা। চার বছর বয়সী এক মেয়েশিশুকে টেনে নিয়ে যেতে চাইছিল চিতাটি। কিন্তু মায়ের অসীম সাহসিকতার কাছে হার মানতে হল তাকে। সম্প্রতি ভারতের লখনৌতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারনাইঘাট বন্যপ্রাণী অভয়ারণ্যের অন্তর্গত মতিপুর রেঞ্জের একটি গ্রামে এ ঘটনা ঘটে। গত রবিবার সকালে গ্রামটির বাসিন্দা ফুলমতি (৩০) তার দুই মেয়ে গাদিয়া ও রিচাকে নিয়ে মাঠ দিয়ে আসছিলেন।

এ সময় একটি চিতাবাঘ তাদের আক্রমণ করে। এক পর্যায়ে চার বছর বয়সী এক মেয়েশিশুকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘটি। ফুলমতি তখন সাহায্যের জন্য চিৎকার শুরু করে। পাশাপাশি বাঘটিকে দূরে সরানোর জন্য অনবরত তার দিকে পাথর ছুঁড়তে থাকেন তিনি।

প্রায় আধঘণ্টা ধরে লড়াই চলার পর ফুলমতির এক আত্মীয় তার চিৎকার শুনতে পেয়ে ছুটে আসেন। পাশাপাশি গ্রামের আরো দুই-একজন বাসিন্দা এগিয়ে এলে বাঘটি ভয়ে পালিয়ে না গিয়ে উল্টো তাদের ওপর হামলা করে।

বাঘের হামলায় তিন মা-সন্তানসহ মোট চারজন আহত হয়েছে। তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ঘটনার সময় বন বিভাগের কোনো কর্মী এগিয়ে না আসার বিষয়ে বাহরেইক জেলার বন কর্মকর্তা আশিস তিওয়ারি বলেন, তিনি এ ঘটনা সম্পর্কে কিছু জানতেন না।



মন্তব্য চালু নেই