বাগেরহাটে ৭৩টির ৭১টিতে জয়ী আ.লীগ, ২টিতে বিদ্রোহী

প্রথম বারের মতো দলীয় প্রতিকে ইউপি নির্বাচনে বাগেরহাট জেলার ৭৩টি ইউনিয়নের মধ্যে ৭০টিতেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছে। যার মধ্যে ইতোপূর্বে বিনা ভোটে নির্বাচিত হয়েছে ৩২ চেয়ারম্যান। মঙ্গলবার ৪১টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের ৩৯ জন এছাড়া অন্য যে দুই জন নির্বাচিত হয়েছেন তারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী ছিলেন।

এই নির্বাচনে বিএনপির ৩৩ জন, স্বতন্ত্র প্রাথী হিসেবে ৪৭ জন, ইশা আন্দোলনের ৮ জন, জাতীয় পার্টি থেকে ১ জন, বিপ্লবি ওয়ার্কস পার্টি থেকে ১ জন, ওয়াকার্স পার্টির ১ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফন্ট থেকে ১ জন এবং এলডিপি থেকে ১ জন প্রাথী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়।

যে ৪১ চেয়ারম্যান প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন তারা হলেন, শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে আওয়ামী লীগের মো. মোজাম্মেল হোসেন, ধানসাগর ইউনিয়নে আওয়ামী লীগের মো. মইনুল হোসেন খোন্তাকাটা ইউনিয়নে আওয়ামী লীগের মো. জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, রায়েন্দা ইউনিয়ন মো. আসাদুজ্জামান মিলন।

রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নে মো. আব্দুল্লাহ ফকির আওয়ামী লীগ, বাঁশতলী ইউনিয়নে শেখ মোহাম্মদ আলী আওয়ামী লীগ, পেড়িখালী ইউনিয়নে মো. রফিকুল ইসলাম বাবুল, রাজনগর ইউনিয়নে সরদার আ. হান্নান আওয়ামী লীগ, রামপাল সদর ইউনিয়নে এস এম জামিল হাসান আওয়ামী লীগ ভোজপাতিয়া ইউনিয়নে মো. নুরুল আমিন আওয়ামী লীগ গৌরম্ভা ইউনিয়নে মো. গিয়াস উদ্দিন গাজী আওয়ামী লীগ, উজলকুড় ইউনিয়নে গাজী আক্তারুজ্জামান আওয়ামী লীগ, হুড়কা ইউনিয়নে তপন কুমার গোলদার আওয়ামী লীগ।

ফকিরহাট উপজেলার লকপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবুল হোসেন, পিলজঙ্গ ইউনিয়নে খান শামীম জামান পলাশ আওয়ামী লীগ, বাহিরদিয়া মানসা ইউনিয়ন আওয়ামী লীগের মো. রেজাউল করিম ফকির, বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের স্বপন কুমার দাস, শুভদিয়া ইউনিয়নে মো. শাহীদুল ইসলাম, নলধা-মৌভোগ ইউনিয়নে কাজী মুহম্মদ মহসীন আওয়ামী লীগ।

মংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নে মো. ইস্রাফিল হাওলাদার আওয়ামী লীগ, চাঁদপাই ইউনিয়নে মোল্লা মো. তরিকুল ইসলাম আওয়ামী লীগ, বুড়িরডাঙ্গা ইউনিয়নে নিখিল চন্দ্র রায় আওয়ামী লীগ, সুন্দরবন ইউনিয়নে শেখ কবির উদ্দিন আওয়ামী লীগ, চিলা ইউনিয়নে আওয়ামী লীগের গাজী আকবর হোসেন। কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নে আওয়ামী লীগের এস এম আবুবক্কর সিদ্দিক, রাঢ়ীপাড়া ইউনিয়নে মা -ছেলের নির্বাচনে আওয়ামীলীগের প্রাথী তাছলিমা বেগম, মঘিয়া ইউনিয়নে আওয়ামী লীগের পংকজ কান্ডি অধিকারী।

বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নে শেখ আক্তারুজ্জামান বাচ্চু আওয়ামী লীগ। মোড়েলগঞ্জ উপজেলার মোড়েলগঞ্জ সদর ইউনিয়নে মো. মাহমুদ আলী হাওলাদার আওয়ামী লীগ, বারুইখালী ইউনিয়নে মো. শফিকুর রহমান লাল আওয়ামী লীগ, নিশানবাড়ীয়া ইউনিয়নে আব্দুর রহিম হাওলাদার আওয়ামী লীগ ,হোগলাবুনিয়া ইউনিয়নে মো. আকরামুজ্জামান স্বতন্ত্র, বহরবুনিয়া ইউনিয়নে টি এম রিপন আওয়ামী লীগ,বলইবুনিয়া ইউনিয়নে মো. শাহজাহান আলী খাঁন আওয়ামী লীগ, হোগলাপাশা ইউনিয়নে মো. রেজাউল ইসলাম (নান্না) আওয়ামী লীগের বিদ্রোহী, খাউলিয়া ইউনিয়নে আবুল খয়ের হাওলদার আওয়ামী লীগ, রামচন্দ্রপুর ইউনিয়নে এইচ এম মিজানুর রহমান আওয়ামী লীগ দৈবজ্ঞহাটী ইউনিয়নে মো. শহীদুল ইসলাম ফকির আওয়ামী লীগ, পুটিখালী ইউনিয়নে মো. শাহচান মিয়া শামীম আওয়ামী লীগ, বনগ্রাম ইউনিয়নে রিপন চন্দ্র দাস আওয়ামী লীগ, জিউধরা ইউনিয়নে মো. জাহাঙ্গীর বাদশা আওয়ামী লীগ, গোপালপুর ইউনিয়নেএস এম আবুবক্কর সিদ্দিক আওয়ামী লীগ, রাঢ়ীপাড়া ইউনিয়নয়নে তাছলিমা বেগম আওয়ামী লীগ, মঘিয়া ইউনিয়নে পংকজ কান্ডি অধিকারী আওয়ামী লীগ, বাগেরহাট সদর উপজেলার ষাটগুম্বজ ইউনিয়নে শেখ আক্তারুজ্জামান বাচ্চু আওয়ামী লীগ।



মন্তব্য চালু নেই