ইরাকে আত্মঘাতী হামলায় নিহত ৯৭

ইরাকের রাজধানী বাগদাদের একটি পেট্রোল স্টেশনে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় অন্তত ৯৭ জন নিহত হয়েছেন। আল-জাজিরা।

বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। এতে বহু মানুষ আহতও হয়েছেন। কারবালায় ধর্মীয় অনুষ্ঠান শেষে বাগদাদ ফেরা শিয়াদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

আল-জাজিরার প্রতিবেদকের দেয়া তথ্য অনুযায়ী, যেখানে হামলা চালানো হয়েছে সেই স্থানটিতে একটি রেস্তোঁরা আছে এবং রেস্তোঁরাটি বেশ জনপ্রিয়।

পেট্রোল স্টেশনে হামলার পর আশপাশের বেশ কয়েকটি যাত্রীবাহী বাস ও মিনিভ্যানে আগুন লেগে যায়।

নিহতদের মধ্যে কয়েকজন ইরানি নাগরিক থাকতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে।

গত মাসে আইএসেন দখল থেকে মসুল পুনরুদ্ধার অভিযান শুরু হওয়ার পর থেকে যেসব এলাকায় তাদের নিয়ন্ত্রণ নেই সেখানে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে এই জঙ্গি গোষ্ঠী।

দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বৃহস্পতিবার জানিয়েছে, অক্টোবরের ১৭ তারিখে মসুল যুদ্ধ শুরু হওয়ার পর অন্তত ৭৬ হাজার মানুষকে ঘর ছাড়তে হয়েছে।



মন্তব্য চালু নেই