বাখরাবাদ গ্যাসফিল্ডে পরীক্ষামূলক উৎপাদন শুরু

কুমিল্লার বাখরাবাদ গ্যাস ফিল্ডের ৫নং কূপ থেকে দৈনিক ৭ থেকে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে এ পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করা হয়। বিকেলে পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর বাখরাবাদ গ্যাসের ৫নং কূপ পরিদর্শনে যাবার কথা রয়েছে। এছাড়া পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এরআগে গত বছরের ১৯ মে ৯নং কূপের খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হোসেন মনসুর। সে সময় ৯নং কুপ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন শুরু হলেও এক্ষেত্রে গ্যাসের চাপ ভালো থাকায় ভবিষ্যতে এই কূপ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর।

বাখরাবাদ গ্যাস ফিল্ড ১৯৬৯ সালে শেল ওয়েলের আবিষ্কৃত হয় এবং অনুসন্ধান কূপ-১ খননের মাধ্যমে এ ফিল্ডে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়। ১৯৮১ ও ১৯৮২ সালে বাখরাবাদে আরো ৪টি এবং ১৯৮৯-৯০ সালে আরো ৩টি কূপ খনন করা হয়। ১৯৮৪ সালের মে মাস থেকে এ ফিল্ড থেকে গ্যাস উৎপাদন শুরু হয়। ৯নং কূপ থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হওয়ায় সোমবার থেকে বাখরাবাদ গ্যাস ফিল্ডের দৈনিক উৎপাদন ৪৫ মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে।



মন্তব্য চালু নেই