বাকৃবির সপ্তম সমাবর্তন ২৩ ফেব্রুয়ারি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সপ্তম সমাবর্তন আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাবর্তনে সভাপতিত্ব করবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সকাল ১১ টার দিকে আয়োজিত ওই মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, এডিশনাল রেজিস্ট্রার (শিক্ষা) ফারুক আহম্মদ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য যে, এবছর সমাবতর্নে ১ হাজার ৯ শত ১৯ জন স্নাতক ( জানুয়ারি-জুন/২০১৩ থেকে জানুয়ারি-জুন/২০১৪), ২ হাজার ৮ শত ৫১ জন স্নাতকোত্তর (জানুয়ারি-জুন/২০১৪) ও ৩৮ জন পিএইচডি (২০১১ হতে ২০১৪) শিক্ষার্থীকে সনদ দেওয়া হবে।

এদিকে ২০১৫সালে পাশকৃত শিক্ষার্থীদেরকে ৭ম সমাবর্তনে অন্তভূর্ক্ত না করায় চাপা ক্ষোভ বিরাজ করছিল ২০১০-১১ সেশনের শিক্ষার্থীদের মাঝে। ওই ব্যাচের শিক্ষার্থীদের অন্তভর্’ক্ত করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে উপাচার্য জানান, ওই ব্যাচের কথা মাথায় রেখে ২০১৭সালে আরেকটাা সমাবর্তনের উদ্যোগ নেওয়া হবে।



মন্তব্য চালু নেই