বাকুতে জাতীয় পতাকা থাকবে শিলার হাতে

আগামী মাসে আজারবাইজানের বাকুকে অনুষ্ঠিত ইসলামী সলিডারিটি গেমসের মার্চপাস্টে জাতীয় পতাকা থাকবে গত এসএ গেমসে দুটি স্বর্ণজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলরা হাতে। বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নবনির্বাচিত কমিটির প্রথম সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ গেমসে বাংলাদেশ ৮ ডিসিপ্লিনে অংশ নেবে।

বিওএ ভবনে অনুষ্ঠিত প্রথম সভায় এ বছরই প্রথম যুব বাংলাদেশ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তবে দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সভায় সিদ্ধান্ত হয়েছে যতটা সম্ভব দ্রুত এ গেমস আয়োজনের। সভায় বাংলাদেশ রাগবি ফেডারেশন ও ফেন্সিং ফেডারেশনকে বিওএর কাউন্সিলরশিপ অধিকার দেয়া হয়েছে।

সাঁতারের কোরিয়ান কোচ পার্ক তেগুনের নিয়োগ এক বছর বাড়িয়ে আগামী মার্চ পর্যন্ত করা হয়েছে প্রথম সভায়। ২০১৯ সালে নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসের জন্য জুলাই থেকে শুরুর বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন কাজের সুবিধার্থে ১৩ টি উপ-কমিটি করা হয়েছে।



মন্তব্য চালু নেই