বাংলায় ‘শুভ নববর্ষ’ বললেন মোদি

‘শুভ নববর্ষ, সোনালী অধ্যায়, পহেলা বৈশাখ’- বলে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সবাইকে বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তাক লাগিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানান।

শনিবার দুপুরে ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বল রুমে যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, ‘আমি বিশ্বাস করি, আমার সরকার এবং আপনার সরকার তিস্তার পানি বণ্টন করতে চাই এবং করব। বাংলাদেশ ও ভারত এখন সোনালী অধ্যায় অতিক্রম করছে। আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ সময় উপস্থিত ছিলেন।

মোদি বলেন, ‘শেখ মুজিব ছিলেন ভারতের প্রকৃত বন্ধু। বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী হিন্দিতে অনূদিত হওয়ায় আমরা কৃতজ্ঞ।’ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে ২০২১ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তথ্যচিত্র নির্মিত হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেন, ‘দুই দেশের মধ্যে বিদ্যুৎ সংযোগ নিয়ে আলাপ হয়েছে। তিস্তাসহ নদীগুলো নিয়ে আলাপ হয়েছে। আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে দ্বিপাক্ষিক বেশকিছু সমঝোতা করেছি।’

তিনি নরেন্দ্র মোদির প্রতি ভারত ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে তার আইডিয়ার জন্যও ধন্যবাদ জানান।



মন্তব্য চালু নেই