বাংলাদেশ সফরে আসছেন না মরগান!

শুরু থেকেই বাংলাদেশ সফরে আসা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এয়োইন মরগান। এবার নিশ্চিতভাবেই এই সফর থেকে নিজেকে সরিয়ে নিতে যাচ্ছেন বলে আভাস দিয়েছেন তিনি। ক্রিকইনফোকে মরগান জানিয়েছেন এই অঞ্চলে অতীতের দুটি ঘটনা ভাবাচ্ছে মরগানকে। একটি ঘটনা ২০১০ সালের। তখন বেঙ্গালুরুতে আইপিএল-এ খেলার সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আরেকটি ঘটনা ঘটেছিল বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট খেলার সময়। তখনকার রাজনৈতিক অস্থিরতাই তাকে ভাবাচ্ছে এই পরিস্থিতে ফের না যেতে। মরগান বলেছেন, ‘বেঙ্গালুরুতে আইপিএল ম্যাচ খেলার সময় বাইরে বোমা বিস্ফোরণ হয়েছিল। তখন দ্রুত বিমানবন্দরে চলে যাই। আবার বাংলাদেশে যখন খেলতে আসি তখন নির্বাচনি সহিংসতা ছিল ভয়াবহ।’

এরকম পরিস্থিতিতে মরগান যে আসতে চাচ্ছেন না তা নিজের মুখেই বলেছেন তিনি, ‘আমি এসব জায়গাতে আগেও গিয়েছি। এরকম পরিস্থিতি আমাকে বিক্ষিপ্ত করে দিয়েছিল। তখন নিজেকেই বলেছি এরকম পরিস্থিতিতে আর নিজেকে ফেলতে চাই না।’

সফর নিয়ে বাকিদের নেতিবাচক চিন্তার কথাও বলেছেন মরগান, ‘এখানে খুব বেশি প্রত্যাশা রাখা ঠিক হবে না। কারণ অনেকেই আছে যারা এরকম পরিস্থিতে প্রথমবার সিদ্ধান্ত নিতে যাচ্ছে।’

বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত নিতে আগামী শনিবার পর্যন্ত সময় পাচ্ছে ইংলিশ ক্রিকেটাররা। ইতোমধ্যেই ইংল্যান্ডের টিম ডিরেক্টার অ্যান্ড্রু স্ট্রস সব ক্রিকেটারকে সফরে আসার আহ্বান জানিয়েছেন। শনিবারের পরই স্কোয়াড ঘোষণা করবে ইসিবি।



মন্তব্য চালু নেই