বাংলাদেশ মিয়ানমার সীমান্তরক্ষীদের বন্দিবিনিময় পতাকাবৈঠক ১৬ বাংলাদেশী ফেরত

বাংলাদেশ মিয়ানমার সীমান্তরক্ষীদের বন্দিবিনিময় এক পতাকা বৈঠক গত১৭ সেপ্টেম্বর মিয়ানমারের অভ্যন্তরে ১নং পয়েন্ট অব এন্ট্রি এন্ড এক্সিট এলাকার, মংডুতে অনুষ্টিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমে বিভিন্ন মেয়াদে মায়ানমারের কারাগারে সাজা ভোগ শেষে ১৬ জন বাংলাদেশী নাগরিককে ফেরত আনা হয়।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের ১৭ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মোঃ আজহারুল আলম, উপ-পরিচালক, ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, টেকনাফ এবং ১৬ সদস্য বিশিষ্ট মায়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইমিগ্রেশন অফিসার ট গুড় গুরহম অঁহম। উক্ত পতাকা বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে জেলা প্রশাসক, কক্সবাজার এর পক্ষ হতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব ফাহমিদা মুস্তাফা এবং পুলিশ সুপার, কক্সবাজার এর পক্ষ হতে পুলিশ ইনস্পেক্টর মোঃ কবির হোসেন, ওসি (তদন্ত), টেকনাফ মডেল থানা অংশ গ্রহণ করেন।

ফেরত আনা ১৬ জন বাংলাদেশী নাগরিককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করার নিমিত্তে টেকনাফ মডেল থানায় ১ টি জিডি করতঃ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এরা হচ্ছেন আলি আহম্মেদ আব্দুর রহমান উনচিপ্রাং, আমির হোসেন জানে আলম লেম্ববিল, কবির সৈয়দুল হক উনচিপ্রাং, টেকনাফ মোঃ নুরুল আলম আলি আহম্মেদ সোনাপাড়া, উখিয়া, এরশাদ উল্লাহ রশিদ ইসলাম ও সৈয়দ উল্লাহ রশিদ ইসলাম শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া, টেকনাফ, টেকনাফ নুরুল ইসলাম জামাল উদ্দিন শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া, টেকনাফ মোঃ আয়াজ সৈয়দ আলম গোদারবিল, টেকনাফ, মোঃ আবদুল্লাহ সৈয়দ হোসেন শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া, টেকনাফ, মোঃ আলম ফজল আহম্মেদ রুহুল্লারদাবা, টেকনাফ জাগির হোসেন আলতাফ হোসেন শাহপরীরদ্বীপ ক্যাম্পপাড়া, টেকনাফ, এনায়েত উল্লাহ মৃত গোলাম নবী পূর্ব মরিচা, উখিয়া, মায়ার খান মিরহান দেলোয়ার হোসেন আকিয়ামনি, চকরিয়া, জাগির হোসেন লাল মোহাম্মদ সাবরাং নয়াপাড়া, টেকনাফ, বাশাত করিম সারমোল্লা উনচিপ্রাং, টেকনাফ, কক্সবাজার হাসিম উল্লাহ মিয়া মমতাজ সাবরাং দক্ষিণপাড়া, টেকনাফ, জেলা কক্সবাজার ।



মন্তব্য চালু নেই