বাংলাদেশ বিশ্বের ৪৪তম অর্থনৈতিক দেশ

কয়েক বছরে বাংলাদেশের অর্থনীতির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একই সঙ্গে দেশের বাইরেও বাংলাদেশের অর্থনীতি সর্ম্পকে ইতিবাচক ধারণা তৈরি হচ্ছে। চলতি মূল্যের ভিত্তিতে, বর্তমানে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের ৪৪তম।

মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য উপস্থাপন করেন।

মন্ত্রী বলেন, চলতি বছরে বিশ্ব ব্যাংকের জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রতিবেদন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ সময় মন্ত্রী বলেন, ‘এ দুটো প্রতিষ্ঠানের সাম্প্রতিক তথ্যমতে ২০১৩ সালে চলতি মূল্যে বাংলাদেশের জিডিপি বিশ্বের ৫৮তম স্থানে ছিল। এখন ২০১৫ সালে জিডিপিতে বাংলাদেশে অবস্থান বিশ্বে ৪৪তম। অপরদিকে ক্রয় ক্ষমতার ভিত্তিতে (পিপিপি) ২০১৩ সালে বাংলাদেশের অবস্থান যেখানে ৩৬তম ছিল, এখন তা ৩৩তম স্থানে দাঁড়িয়েছে’।

এর আগে অনুষ্ঠিত একনেক সভায়ও বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে সভা সূত্রে জানা গেছে। সভার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় এ বিষয়ে মন্তব্য করে বলেন, ‘গত ৬ বছর ধরে আমরা ক্রমাগতভাবে জিডিপি প্রবৃদ্ধি ৬-এর উপর ধরে রেখেছি। এটা সত্যিকার ভাবেই অসাধারণ অর্জন।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘মনে রাখতে হবে আমাদের যা সম্পদ আছে, তাকে সুষ্ঠু ব্যবস্থাপনা দিয়ে কাঠামোগত পরিবর্তন ঘটিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশের এ অর্জনে সবার অবদানই রয়েছে। আমি আশা রাখি অর্থনীতির গতিধারা আরো এগিয়ে যাবে।’



মন্তব্য চালু নেই