বাংলাদেশ-দ. আফ্রিকা টি-টোয়েন্টি পরিসংখ্যান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশের অতীত ইতিহাস ভালো নয়। প্রোটিয়াদের বিপক্ষে এ পর্যন্ত ২৪টি ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছেন টাইগাররা। সেটি ওয়ানডেতে, ২০০৭ বিশ্বকাপের সুপার এইটে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩টি ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। আটটি টেস্টের মধ্যে আটটিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া দুই দল টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে দুটি। দুটিতেই জয় প্রোটিয়াদের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে পরাজয়ের দুঃখ ঘোচাতে রোববার দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়। তার আগে দেখে নেওয়া যাক দুই দলের আগের দুটি টি-টোয়েন্টি ম্যাচের সংক্ষিপ্ত স্কোরকার্ড।

২০০৭ বিশ্বকাপ, কেপ টাউন
বাংলাদেশ ১৪৪/১০, ১৯.৩ ওভার (আফতাব আহমেদ ৩৬, সাকিব আল হাসান ১৯, ফরহাদ রেজা ১৯; শন পোলক ৩/৪০, মরনে মরকেল ২/২১, ভারনন ফিল্যান্ডার ২/২৩)

দক্ষিণ আফ্রিকা ১৪৬/৩, ১৮.৫ ওভার (আলবি মরকেল ৪১, গ্রায়েম স্মিথ ৪১, জেপি ডুমিনি ৩৬; আব্দুর রাজ্জাক ২/২৬, সাকিব ১/২৮)
ফল : দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : মরনে মরকেল

২০০৮, জোহানেসবার্গ
দক্ষিণ আফ্রিকা ১১৮/৭, ১৪ ওভার (ডি ভিলিয়ার্স ৩৬, লোটস বোসম্যান ২৮, হার্সেল গিবস ১৮; আব্দুর রাজ্জাক ৪/১৬, সাকিব ২/২১, সৈয়দ রাসেল ১/৩৬)

বাংলাদেশ ১০৯/৮ (টার্গেট ১২২), ১৪ ওভার (তামিম ইকবাল ২৫, মোহাম্মদ আশরাফুল ২১, নাঈম ইসলাম ১৫; ইয়োহান বোথা ২/১৫, ডেল স্টেইন ২/১৮ মরনে মরকেল ১/১৫)
ফল : ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকা ১২ রানে জয়ী
ম্যাচ সেরা : আব্দুর রাজ্জাক



মন্তব্য চালু নেই