বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

টানা তিন টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন টাইগাররা। এতে যারপরনাই খুশি বাংলাদেশের ক্রিকেট-ভক্তরা। এমন অভিভূত পারফরম্যান্সের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা টেস্টের পর খুলনায় জয়ের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। বন্দরনগরী চট্টগ্রামেও নিজেদের শতভাগ উজাড় করে দিয়েছেন সাকিব-তামিম-মুমিনুলরা। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬২ রানের বড় জয় পেয়েছেন টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। রোববার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুশফিকদের জয় নিশ্চিত হওয়ার পরই প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়, ‘তিন টেস্টের সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন অভিভূত সাফল্যে প্রধানমন্ত্রী তার অভিনন্দনবার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।’

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রধানমন্ত্রী আশা করছেন জয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে বাংলাদেশ ক্রিকেট দল। সব বাধা ডিঙিয়ে কাক্ষিত লক্ষ্যে এগোবেন মুশফিকরা।



মন্তব্য চালু নেই