বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশ

বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের কঠোর পরিশ্রম, উদ্যোগ ও তাদের অবিরাম চেষ্টার মাধ্যমে এই দেশকে মধ্য আয়ের দেশ হিসেবে গড়ে তুলেছে।’

মঙ্গলবার দুপুর ১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজারের ‘হাসনা শিল্প মেলা’ পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে দাবি করে মজীনা বলেন, ‘এ দেশের মানুষের পরিশ্রমের ফল হিসেবে তারা তাদের পরিবারের সদস্যদের মুখে ভালো খাবার, ভালো বাসস্থান, ভালে চিকিৎসা ও শিক্ষা গ্রহণের সুযোগ করে দিতে পেরেছে।’

দেশের ১৬ কোটি মানুষের এ চেষ্টা ও পরিশ্রম অব্যাহত থাকলে বাংলাদেশ আরও উন্নতি করবে বলেও মনে করেন তিনি।

পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত মেলার বিভিন্ন দেশীয় শিল্পের প্রশংসা করে বলেন, ‘এটি একটি সুন্দর ও চমৎকার শিল্প। আমিসহ উপস্থিত সবাই এ শিল্প দেখে মুগ্ধ হয়েছে।’

পরে তিনি উপজেলার বসুরহাট বাজারে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের সিরাজপুরের বাসভবনে দুপুরের খাবার গ্রহণ করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন, ড্যান মজীনার সহধর্মিনী গ্রেস মজীনা, ব্যারিষ্টার মওদুদ আহমদ, ইউএসআইএসডির মিশন ডিরেক্টর জেনিনা জারুজেকসকি এবং উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।



মন্তব্য চালু নেই