বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশন জেলা শাখার মানববন্ধন

আব্দুর রহমান : ১৯৭৩ খ্রিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা ১৯৮৪ খ্রিঃ বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সানুগ্রহ সমর্থন বাস্তবায়ানার্থে আইন মন্ত্রণালয়ের প্রস্তাবিত ১০ হাজার ৩শত বত্রিশ জন এ´ট্রা মোহরার (নকল নবিস) কে এস্কেলভুক্ত করার দাবীতে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

রোববার দুপুরে জেলা সাব রেজিষ্টারের কার্যালয়ের সামনে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালে শেখ সালাউদিনের সভাপতিত্বে সদর সাব রেজিষ্টার অফিসের পক্ষে বক্তব্য রাখেন মহিউদ্দিন আহমেদ, ইকবাল হোসেন, মহিবুল্লাহ, জয়নাল আবদীন, জেসমিন, শেখ আলমগীর হোসেন, ইসলামকাটির তাপস কুমার পাল, কলারোয়ার শরিফুল ইসলাম, আশাশুনির রাধা মল্লিক, শ্যামনগর উপজেলার পক্ষে রাম প্রসাদ, শামসুল হক, কালিগঞ্জ অফিসের ফারুক হোসেন, সখিপুর অফিসের উল্লাসিনি তাসলিমা প্রমুখ। এছাড়া আগামী ২৪ এপ্রিল পূর্ণদিবস কলম বিরতি এবং ২ মে ঢাকায় মহাবেশের ঘোষনা দেওয়া হয়।



মন্তব্য চালু নেই