বাংলাদেশে ব্যবসা অনুদান সহায়তা বন্ধে কানাডার হুমকি!

Zulfikar20160707173238বাংলাদেশের সঙ্গে অবিলম্বে ব্যবসা, অনুদান ও সহায়তা বন্ধ করতে জাতিসংঘসহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহবান জানিয়েছে গ্লোবাল হিউম্যান রাইটস কমিশন অব কানাডা। সংগঠনটি সম্প্রতি গুলশানের জঙ্গী হামলার বিষয়টি তুলে ধরে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইটালি, ফ্রান্স, অষ্ট্রেলিয়া ও জার্মানীর পররাষ্ট্রমন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেনিন রাত ১০টা ২১ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত তথ্য জানিয়ে স্ট্যাটাস দেন।

তিনি বলেন, এটি বাংলাদেশের প্রতি থ্রেট করেছে গ্লোবাল হিউম্যান রাইটস কমিশন অব কানাডা, যা তিনি উদ্ধৃত করেছেন। এরপর থেকে বোঝা যায়, গুলশান হামলা পরিকল্পিত এবং আজকে ঈদের দিনে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াও বলেছেন, সরকার ব্যর্থ হয়েছে। দুটি বক্তব্যের মধ্যে কী মিল খুঁজে পাওয়া যায়।

উল্লেখ্য, গত ১ জুলাই শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। অবশেষে কমান্ডো অভিযান করে ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিযানে ২ পুলিশ ও ৬ হামলাকারী নিহত হয়।



মন্তব্য চালু নেই